সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০

গরম দুধের ওপর পড়ে যাওয়া শিশুটির মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার কোড়ালিয়া রোডস্থ আফিজ উদ্দিন বেপারী বাড়ি নিবাসী মোঃ মাহবুবুর রহমান রিজভীর আড়াই বছর বয়সী ছেলে আবরার আর বেঁচে নেই। সে ২৪ জুলাই রোববার রাত ১০টায় ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে (ইন্না লিল্লাহি............... রাজিউন)।

মজিবুর রহমান বেপারী জানান, আমার মেজো ছেলের ঘরের নাতি আবরার গত ১১ জুলাই সোমবার দুপুরে গরম দুধের (দুধের পাত্র) ওপর পড়ে গেলে শরীর ঝলসে যায়। খুব দ্রুত তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত ডাক্তার তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার করেন। সে ১৫ দিন সেখানে চিকিৎসাধীন ছিলো। এর মধ্যে ১৪ দিন আইসিইউতে ভর্তি রাখা হয়। আমার নাতিকে বাঁচাতে পারলাম না বলে হাউমাউ করে কেঁদে ওঠেন। পরে সোমবার সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবরারকে দাফন করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, এ ঘটনার খবর শুনেছি। পরে তদন্তের জন্যে আমার অফিসার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়েছেন।

উল্লেখ্য, আবরার হলো চাঁদপুর শহরের পালবাজারের ব্যবসায়ী বিসমিল্লাহ আড়তের স্বত্বাধিকারী মোঃ মজিবুর রহমান বেপারীর নাতি এবং বিসমিল্লাহ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোঃ হাবিবুর রহমান বেপারী ও সাইফুল ইসলাম রিপনের ভাতিজা। তার বাবা মোঃ মাহবুবুর রহমান রিজভী প্রবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়