প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নস্থ এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এমএম নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি সোমবার ভোর ৪টা ১০ মিনিটের সময় ঢাকাস্থ নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কর্মজীবনে তিনি কয়েকটি ব্যাংকের এমডি হিসেবে নিয়োজিত ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন দানশীল ও পরোপকারী ব্যক্তি। তিনি তার নিজ এলাকা আশিকাটি ইউনিয়নের চাঁদখাঁর বাজার এলাকায় এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চাঁদখাঁর বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার বাদ মাগরিব এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।