সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০

চাঁদপুরে আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ২৫ জুলাই সোমবার বিকেলে সমষ্টির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সাজেদা পলিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। সাংবাদিক আলম পলাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কায়সার আহমেদ, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর এরিয়া ম্যানেজার জহিরুদ্দিন মোঃ হিন্দোলসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

জহিরুদ্দিন মোঃ হিন্দেল বলেন, চাঁদপুরে গত এক বছরে ৪৭জন শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। তবে পানিতে পড়ে প্রাণে বেঁচে যায় ৩৫জন শিশু। আমরা চাঁদপুরে এ নিয়ে কাজ করছি। আর এতে সব ধরনের সহায়তা করছে সমষ্টি নামে একটি সংস্থা। বর্তমানে গণমাধ্যমের সহযোগিতা নিয়ে সচেতনতা বৃদ্ধি ও নীতি-নির্ধারণী উদ্যোগ সৃষ্টিতে কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়