সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০

মাওঃ মোঃ মোশাররফ হোসাইনের এমফিল ডিগ্রি অর্জন
স্টাফ রিপোর্টার ॥

হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের গন্ডামারা গ্রামের কৃতী সন্তান মাওঃ মোঃ মোশাররফ হোসাইন। তিনি মোঃ আনোয়ার হোসাইন ও শাহানারা বেগমের একমাত্র পুত্র। ছোট বেলা থেকেই তিনি মেধাবী ছিলেন। গন্ডামারা ফাযিল মাদ্রাসা থেকে দাখিল ও ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-ইসলামিয়া থেকে আলিম, ফাযিল ও কামিলে ফার্স্ট ক্লাস পান এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে ডিগ্রি এবং মাস্টার্স সম্পন্ন করেন।

ড. মুহাঃ নজীবুর রহমান, সহযোগী অধ্যাপক (আরবি) ও বিভাগীয় চেয়ারম্যান (আরবি বিভাগ), জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর তত্ত্বাবধানে ‘আধুনিক আরবি সাহিত্যে নাজীব মাহফূযের ছোটগল্প রচনায় শিল্পরূপ’ শীর্ষক গবেষণা বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন মাওঃ মোঃ মোশাররফ হোসাইন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব এডভান্সড্ স্টাডিজ-এর ৩৪তম সভার সিদ্ধান্তে একাডেমিক কাউন্সিলের ৯৫তম সভার সুপারিশ এবং ২৬ জুন ২০২২ তারিখে ২২৮তম সিন্ডিকেট সভার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ৮ (আট) জন এমফিল ও ৬ (ছয়) জন এমফিল ডিগ্রি অর্জন করেন। তন্মধ্যে মাওঃ মোঃ মোশাররফ হোসাইন ৪র্থ হয়েছেন।

মাওঃ মোঃ মোশাররফ হোসাইন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের খতিব ও মান্দারী ফাযিল মাদ্রাসার প্রভাষক (আরবি)। এছাড়া তিনি ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক ও চাঁদপুর শহর জমিয়াতে হিযবুল্লাহর দীনিয়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি হাইমচর উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি এবং ছারছীনা মাদ্রাসা ক্যাম্পাস কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ সাফল্য অর্জন করায় তিনি মহান আল্লাহর দরবারে শোকরিয়া (আলহামদুলিল্লাহ) আদায় করেন এবং তাঁর শিক্ষক, সুপারভাইজার, বন্ধুমহল, শিক্ষার্থী ও সহকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়