প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০
অধিকতর উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেডের কচুয়া উপজেলার আশ্রাফপুর বাজার শাখা স্থানান্তর করা হয়েছে। ২৪ জুলাই রোববার সকালে আশ্রাফপুর বাজার এলাকার রফিক সুপার মার্কেটের দ্বিতীয় তলা হতে রৌশন আকবর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকটির শাখা স্থানান্তর করা হয়েছে। পূবালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মোঃ লতিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখাটির উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, গ্রাহক সেবা বৃদ্ধির জন্যে এবং ব্যাংকের আধুনিক সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক লিমিটেডের আশ্রাফপুর বাজার শাখা নবসাজে সজ্জিত করা হয়েছে। তিনি শাখার প্রতিদিনের কার্যক্রমের সুষম সমন্বয়ের মাধ্যমে কাজের গতি বাড়াতে দিকনির্দেশনা প্রদান করেন এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্যে সকল কর্মকর্তার প্রতি আহ্বান জানান।
ব্যাংকটির আশ্রাফপুর বাজার শাখার ব্যবস্থাপক এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোসাঃ রেহেনা আক্তার, কুমিল্লা শাখার সহ-ব্যবস্থাপক আসাদুজ্জামান মজুমদার, চাঁদপুর শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী এনামুল হক শামীম।
গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন নুরুন্নবী রবিন, শামছুদ্দীন সৈকত, মনির হোসেন, জহিরুল ইসলাম, আলী আক্কাস ও আবু তাহের। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন আশ্রাফপুর জামে মসজিদের খতিব মাওলানা আবু জাফর। ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।