প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০
শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ হোসেন বিশ্বাস অত্র কার্যালয়ের কর্ম-পরিবেশ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম এবং মাননীয় প্রধান প্রকৌশলী মহোদয় কর্তৃক ঘোষিত ১৭-২৩ জুলাই, ২০২২ ‘পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ - ২০২২’-এর শুভ উদ্বোধন করেন। উক্ত সপ্তাহ পালনের কর্মসূচি হিসেবে পুরানো অকেজো মালামাল তালিকাভুক্তি ও নিষ্পত্তিকরণ, অব্যবহৃত পুরানো নথি বিনষ্টকরণ, অফিস ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা, পুরানো নথি শ্রেণীকরণ করে সংরক্ষণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়। উপরোক্ত নির্দেশনা চাঁদপুর জেলার সকল উপজেলায় বাস্তবায়ন করার জন্যে দিক নির্দেশনা প্রদান করা হয়।