প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারে বিরাজমান সমস্যা দূরীকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ২৪ জুলাই ১১নং গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন।
সভায় গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন তার বক্তব্যে রহিমানগর কাঁচাবাজারে শেড, ড্রেনেজ সমস্যা ও মধ্য বাজারে সাপললা খালের উপর নির্মিত জরাজীর্ণ ব্রিজসহ বিভিন্ন সমস্যাদি তুলে ধরেন। প্রধান অতিথির তাঁর বক্তব্যে রহিমানগর বাজারের বিরাজমান সমস্যা সমাধানের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে দৃঢ়তার সাথে আশ্বাস প্রদান করেন।
ড. মহীউদ্দীন খান আলগীর এদিন দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবন, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবসহ একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্যাহ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, গোহট দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইমাম হোসেন পাটওয়ারী, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দিন প্রমুখ।