সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান
মোঃ আবদুর রহমান গাজী ॥

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

২৪ জুলাই রোববার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সদর উপজেলা পরিষদ পর্যন্ত একটি র‌্যালি বের হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, আমরা সবাই যদি সচেতন থাকতে পারি তাহলে আমাদের জাতীয় মৎস্য সম্পদের আরো সমৃদ্ধি হবে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে, সাধু পানির ২৬০ প্রজাতির মাছ আমাদের দেশে আছে। এরমধ্যে মাত্র ৩০টি প্রজাতির মাছের চাষ হয়। আমরা যদি আরো বেশি পরিমাণে মাছের চাষ বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের মৎস্য সম্পদের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। গবেষণায় দেখা গেছে, মুক্ত জলাশয় থেকে ১৩ লাখ টন মাছ প্রতি বছর আহরণ হয়। আমরা যদি যথাযথভাবে সম্পদ আহরণ করতে পারি, তাহলে এ সম্পদের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সমুদ্র বিজয় করতে পেরেছি, সেই বিশাল সমুদ্র থেকে আমরা খুব অল্পসংখ্যক মাছ আহরণ করতে পারছি।

তিনি মৎসজীবীদের উদ্দেশ্যে বলেন, সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সচেতন থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গতির সঞ্চার হবে। কারেন্ট জাল আমাদের একটি জাতীয় সমস্যা, আমাদের আসলে সচেতন হওয়ার দরকার। শাস্তি, জেল, জরিমানা দিয়ে খুব বেশি অগ্রগতি হওয়া যাবে না। যখন বাজার মাছে সয়লাব হয়ে যায়, তখন কিন্তু আমরা অনেক খুশি হই। মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন অভিযান এ ২টা সময় যদি আপনারা একটু সচেতন থাকেন এবং সরকারি নির্দেশনা মেনে চলেন তাহলে আমাদের এ মৎস্য সম্পদের আরো অনেক উন্নয়ন হবে। নিজেদের সচেতনতা ও আন্তরিকতা থাকলে বাজারে মাছের কোনো সঙ্কটই থাকবে না।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান প্রমুখ।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ রায়হান। উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং মৎস্য বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মৎস্যচাষী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়