সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০

‘ডিসেম্বর-জানুয়ারির দিকে চাঁদপুর আধুনিক নদী বন্দরের কাজ শুরু হবে’
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।

ডিসেম্বর-জানুয়ারির দিকে চাঁদপুর আধুনিক নদী বন্দরের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন। তিনি গতকাল রোববার বিকেলে শাহরাস্তিতে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান।

মেজর রফিকুল ইসলাম বীর উত্তম নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তাই তাঁর মতবিনিময় সভায় চাঁদপুর আধুনিক নদী বন্দর নির্মাণ সংক্রান্ত বিষয়টি উঠে আসে। আর এ বিষয়ে হালনাগাদ তথ্য তুলে ধরেন নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন। তিনি জানান, ২০১৮ সালে চাঁদপুর আধুনিক নদী বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চাঁদপুরসহ চারটি নদী বন্দর নির্মাণ কাজের জন্যে ২৬৫ কোটি টাকার টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে। এর মধ্যে চাঁদপুরেরটা ৬৫ কোটি টাকার। এখন যাচাই-বাছাই কাজ চলছে। এখানে চারতলা বিশিষ্ট নৌ টার্মিনাল ভবন হবে। এছাড়া নদী বন্দরের সাথে ৪০ ফুট প্রস্থের কানেক্টিং সড়কের জন্য জমি অধিগ্রহণে রেল মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ চলছে। কারণ কানেক্টিং সড়কটি হবে রেলের জায়গায়। তাই এখানে রেল কর্তৃপক্ষের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সমন্বিত কাজ রয়েছে। এ সকল প্রক্রিয়া শেষ করে আশা করা যায় আসছে ডিসেম্বর অথবা ২০২৩ সালের জানুয়ারিতে চাঁদপুর আধুনিক নদী বন্দরের কাজ শুরু করা যাবে।

এ বিষয়ে মেজর রফিকুল ইসলাম বীর উত্তমও সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, এ বিষয়টি আমার সক্রিয় তদারকিতে রয়েছে। আমি যেহেতু নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সেহেতু এ বিষয়টি নিয়ে আমি কাজ করছি। বর্তমান সরকারের মেয়াদেই চাঁদপুর আধুনিক নদী বন্দরের কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়