প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
ঈদের ছুটি শেষে গত ১৬ জুলাই একযোগে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন ছিলো। কিন্তু ফরিদগঞ্জ ধানুয়া ছালেহিয়া সিনিয়র (ফাযিল) মাদ্রাসা ১৬ ও ১৭ তারিখ দুদিন সরকারি নির্দেশ না মেনে বন্ধ রাখে। এ ঘটনায় চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশিত হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নজরে পড়ে। সেই সূত্র ধরে মাদ্রাসাটিতে তদন্তে যায় মাধ্যমিক শিক্ষা অফিস। তদন্ত টিম নিউজের সত্যতা পায়। সে আলোকে ধানুয়া ছালেহিয়া মাদ্রাসার অধ্যক্ষকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিস প্রদান করে। তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, মাদ্রাসার অধ্যক্ষ অসুস্থতা জনিত ছুটিতে থাকায় ভাইস প্রিন্সিপাল দায়িত্বে রয়েছেন।