প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে ১৫নং ওয়ার্ডস্থ বিষ্ণুদী রোড ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়েছে। গতকাল ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে এ সড়কের ফুটপাতে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা মেয়র জিল্লুর রহমান জুয়েলকে এ ব্যাপারে অভিনন্দন জানিয়েছেন। পুনরায় যেনো ফুটপাত দখল করতে না পারে সেজন্যে নিয়মিত তদারকি করার দাবি জানান।
জানা যায়, স্থানীয় একটি চক্র বিষ্ণুদী রোডের দু পাশে পথচারীদের যাতায়াতের পথ তথা ফুটপাত দখল করে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছিলো। ফলে পথচারীরা হাঁটতে পারতো না এবং রাস্তায় যানজট লেগে থাকতো। এ নিয়ে ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী দীর্ঘদিন মেয়রের নিকট সমস্যা থেকে উত্তোরণের আহ্বান জানিয়ে আসছিলো।
ফলে মেয়রের নির্দেশে প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর চাঁন মিয়া মাঝি, অ্যাডঃ কবির চৌধুরী, পৌর প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, সহকারী বাজার পরিদর্শক ইমদাদুল হক মিলনসহ পৌরসভার কর্মকর্তাণ্ডকর্মচারীগণ।
প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ বলেন, মেয়র জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, বিষ্ণুদী সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কে স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু একটি অসাধু চক্র অবৈধ স্থাপনা গড়ে জনগণের চলাচলে বিঘœ ঘটায়। তাই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী এমএ খালেক মিয়াজী বলেন, মেয়রের এ উদ্যোগ প্রশংসনীয়। এজন্যে পৌরসভার একজন নাগরিক হিসেবে মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলকে অভিনন্দন।