প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আগামীকাল ২৩ জুলাই শনিবার একদিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি এদিন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করবেন। এদিন সকাল সাড়ে ৯ টায় তিনি চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছবেন। সকাল সাড়ে ৯টায় তিনি চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত থেকে অনুদানের চেক বিতরণ করবেন। সকাল ১০টা চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বৃক্ষমেলার উদ্বোধন করবেন। এরপর সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।