সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০

বাল্যবিবাহ বন্ধের জন্যে সরকার কাজ করছে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। গতকাল ২১ জুলাই বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় : ৮শ’ কোটির পৃথিবী, সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, চাঁদপুরে পরিবার পরিকল্পনা কার্যক্রম ৪র্থ পর্যায়ে রয়েছে। এজন্যে এ বিভাগকে অভিনন্দন জানাই। জেলা প্রশাসক আরো বলেন, বাল্যবিবাহ বন্ধের জন্যে সরকার কাজ করছে। কারণ, বাল্যবিবাহের ফলে সমাজে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, চাঁদপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল রুশদী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাঃ একেএম আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ লতিফা নাসরিনসহ অন্যরা।

অনুষ্ঠানে চাঁদপুর জেলায় পরিবার পরিকল্পনা সেবায় শ্রেষ্ঠ হওয়ায় জেলা পর্যায়ে ৯ জন ও উপজেলা পর্যায় শ্রেষ্ঠ হওয়া ৬ জন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীকে পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়