সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০

শিক্ষার্থীরা হাতে কলমে শিখবে এটাই আমরা চাই
অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলে অনেক মানুষ বাস করেন। এই সব চরাঞ্চলের শিক্ষার্থীরা যাতে শহরের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সে জন্য তাদের শিক্ষার মান আরও উন্নত করা হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত স্বাস্থ্য সুরক্ষা ক্লাব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নেতৃত্বের গুণাবলি বিকাশে সব স্কুল ক্লাবকে উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীরা হাতে কলমে শিখবে এটাই আমরা চাই। নতুন শিক্ষাক্রমকে সেভাবেই সাজিয়েছি। স্বাস্থ্য সুরক্ষা ক্লাবের কার্যক্রমও একই পথে হাঁটছে।

স্বাস্থ্য সুরক্ষা ক্লাব কার্যক্রমের জন্য স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য-পুষ্টি উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি বিকাশ ঘটাতে স্কুল ক্লাব কার্যক্রমকে উৎসাহিত করা জরুরি। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ব্যাপারে সরাসরি জ্ঞানলাভ করবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ্য সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে এমপি অধ্যাপক ডা.মো. আবদুল আজিজ, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে এমপি মমিন মন্ডল, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক ড. রফিকুল ইসলাম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার মো. শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস উপস্থিত ছিলেন। দুপুরে বেলকুচি উপজেলার মাজেদা আদিল স্মরণীয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিদর্শনে যান মন্ত্রী। সূত্র : রাইজিং বিডি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়