প্রকাশ : ২১ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাসায় যাওয়ার পথে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এসআই নয়ন তাকে আটক করে থানায় সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার সাখাওয়াত। তিনি জানান, সোহেল হোসেন (পিতা হাবিবুর রহমান, সাং পুরাণবাজার, পূর্ব শ্রীরামদী) ওয়ারেন্টের আসামি ছিলেন। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, যুবদল নেতা সোহেলের বিরুদ্ধে রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। কোনো এক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে।