প্রকাশ : ২১ জুলাই ২০২২, ০০:০০
আকাশ মেঘলা। যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে বৃষ্টি। ২০ জুলাই বুধবার সকাল থেকে এমনই ভাব ছিলো চাঁদপুরের আকাশে। অবশেষে শ্রাবণ মাসে দেখা মিললো বাঙালির ঝরঝর মুখর বাদল দিন। টানা ক’দিনের কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছিলো জনজীবন। আষাঢ় কেটেছিলো প্রায় বৃষ্টিহীনভাবে। শ্রাবণের শুরুর দিনগুলোতে ছিলো না বৃষ্টির দেখা। রাতের তাপমাত্রা ছিলো উত্তপ্ত। সঙ্গে রয়েছে লোডশেডিংও। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনকে সতেজ করে অবশেষে আকাশ থেকে ঝরেছে বৃষ্টির ফোয়ারা। চাঁদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় নেমেছে শীতলতার পরশ। স্বস্তি ফিরেছে জনজীবনে। গতকাল বৃষ্টির মুহূর্তে শহরের কোর্টস্টেশন এলাকা থেকে তোলা ছবি। প্রতিবেদন : মিজানুর রহমান।