সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জুলাই ২০২২, ০০:০০

শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজীর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ২১ জুলাই পবিত্র ঈদুল আজহার রজনীতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাহরাস্তি উপজেলার জনমানুষের নেতা হিসেবে পরিচিত দেলোয়ার হোসেন মিয়াজী রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের গুণে মানুষের মন জয় করেছিলেন। সেই সুবাদে বর্তমান সরকারের আমলে তিনি দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯৭ সালে তিনি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। দীর্ঘ ১৮ বছর তিনি এ পদে বহাল ছিলেন। শাহরাস্তি উপজেলায় আধুনিক রাজনীতির রূপকার ছিলেন তিনি। দলমতের ঊর্ধ্বে উঠে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে সর্বস্তরে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের পাশে থেকে কাজ করে গেছেন তিনি। সেই সুবাদে শাহরাস্তি উপজেলার জনগণ তাকে দু’ দু’বার তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন। এছাড়া তিনি শাহরাস্তি উপজেলা সিকেডিএফের উপদেষ্টা হিসেবে কাজ করে গেছেন। মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়