প্রকাশ : ১১ জুন ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে সৃষ্ট অগ্নিকাণ্ডে মা ও ছেলে অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল ১০জুন শুক্রবার সকালে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের সূত্রধর বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ছেলে অমর সূত্রধর (২৩) ও মা মীরা সূত্রধর(৪৫)কে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে গাজীপুর গ্রামের সূত্রধর বাড়ির রসরাজ সূত্রধরের ছেলে অমর সূত্রধর চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে তার গায়ে আগুন লেগে যায়। ছেলের গায়ে আগুন লাগার দৃশ্য দেখে মা মীরা সূত্রধর তাকে বাঁচাতে গিয়ে তিনিও অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক অগ্নিদগ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, মা-ছেলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা প্রেরণ করা হয়েছে।