শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে ১০ টাকা কেজির চাল অন্যত্র বিক্রির অভিযোগে গাড়ি আটক
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে সরকার থেকে অতি দরিদ্র ও দরিদ্রদের মধ্যে বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জেলা খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে সুলভমূল্যের কার্ডে ১০ টাকা কেজি দরে চাল দেয়ার উদ্দেশ্যে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ৯টি ওয়ার্ডে ৫০০ কার্ড বিতরণ করা হয়। কার্ডগুলো সরকারের নিয়ম অনুযায়ী অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের মধ্যে দেয়ার কথা।

অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদের ১০ টাকা কেজি চালের বস্তা বিভিন্ন ওয়ার্ডের বাড়িতে চুরি করে বিক্রি করেন ডিলার শাহআলম পাটোয়ারী। ২৫ এপ্রিল দুপুরে স্থানীয় সাবেক টেলু মেম্বারসহ স্থানীয় কয়েকজন মিলে অটোবাইকে নিয়ে যাওয়ার সময় ৮ বস্তা চাল আটক করে ইউনিয়ন পরিষদে পৌঁছে দেন।

সাবেক টেলু মেম্বার বলেন, শাহআলম পাটোয়ারী মানুষকে চাল না দিয়ে বস্তায় বস্তায় চাল অন্যত্র বিক্রি করেন। এই সংবাদ পেয়ে গোয়ালভাওর বাজারের উত্তর পাশে একটি অটোবাইকে ৮ বস্তা চাল সৈয়দ বাড়িতে নিয়ে যাওয়ার পথে আমরা আটক করি এবং স্থানীয় চেয়ারম্যানকে জানাই। তখন চেয়ারম্যান গ্রাম পুলিশ দিয়ে আটককৃত চাল ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

ডিলার শাহআলম পাটোয়ারী জানান, কার্ডধারী বিভিন্ন লোক আসতে পারে না। তাই তাদের বাড়িতে চাল পৌঁছে দিই। তারা অন্যায়ভাবে আমার গাড়ি আটক করেছে।

ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া বলেন, চাল আটকের ব্যাপারে জানতে পেরে আমি গ্রামপুলিশ দিয়ে পরিষদে চাল নিয়ে এসেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়