শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ০০:০০

শাহরাস্তিতে ইতেকাফরত মুসল্লির মৃত্যু
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে মসজিদে এতেকাফ ও রোজারত অবস্থায় বিশিষ্ট সমাজসেবক তছলিম হোসেনের (৬২) মৃত্যু হয়েছে। শনিবার ২৩ এপ্রিল ভোরে অসুস্থাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মেহের দক্ষিণ ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত আকুব আলী পাটোয়ারীর পুত্র তসলিম হোসেন পাটোয়ারী মাহে রমজানের শেষ দশক উপলক্ষে শুক্রবার বিকেলে ফতেপুর উত্তর পাড়া জামে মসজিদে এতেকাফে বসেন। শনিবার সকাল ৬টার দিকে তিনি মসজিদে অসুস্থ হয়ে পড়লে পরিবার ও এলাকার লোকজন তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন।

বিকেল সাড়ে ৩টায় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম তসলিম হোসেন পাটোয়ারী দীর্ঘদিন প্রবাস জীবন শেষে ঢাকায় ব্যবসা করতেন। এলাকায় তিনি একজন দানবীর ও সমাজ হিতৈষী হিসেবে খ্যাত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়