শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০

শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন খানের ইন্তেকাল
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর প্রবাহের শাহরাস্তি প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে---রাজেউন)। ৫ এপ্রিল মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক জাকির হোসেন খান গত দুমাস ধরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে কুমিল্লায় পরে ঢাকায় নিয়ে চিকিৎসা করান। এক পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক তার লিভার সিরোসিস হয়েছে বলে জানান। ৫ এপ্রিল সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে রাত ৮টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

শাহরাস্তি উপজেলার প্রবীণ সাংবাদিক জাকির হোসেন খান নব্বইর দশকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন এবং তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। অত্যন্ত হাস্যোজ্জ্বল সাদা মনের মানুষ ছিলেন তিনি। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শাহরাস্তি জুড়ে শোকের ছায়া নেমে আসে। আজ ৬ এপ্রিল সকাল ৯টায় টামটা উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক জাকির হোসেন খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়