প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০
প্রকাশিত হয়েছে চাঁদপুর বিষয়ক বই ‘এক নজরে চাঁদপুর’। বইটিতে চাঁদপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, বিশ্বযুদ্ধ, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, প্রশাসন, স্থানীয় সরকার, খেলাধুলা, অর্থনীতি, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, দর্শনীয় স্থান ও স্থাপনা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত, জরুরি ও প্রয়োজনীয় নম্বরসহ জেলার নানা তথ্য প্রশ্নোত্তর আকারে উপস্থাপিত হয়েছে। বইটি সম্পাদনা করেছেন লেখক ও সংগঠক এইচএম জাকির।
বই সম্পর্কে তিনি জানান, চাঁদপুরের ইতিহাস সুবিস্তৃত। সংক্ষিপ্ত আকারে সাধারণ জ্ঞানভিত্তিক এ জেলার ইতিহাস তুলে ধরা একটি দুরূহ কাজ। চাঁদপুর সম্পর্কে আগ্রহীদের জন্যে ‘এক নজরে চাঁদপুর’ বইটি আমার ক্ষুদ্র প্রয়াস। বইটিতে চাঁদপুরের ইতিহাস ও ঐতিহ্য রাজনীতি, অর্থনীতি, শিক্ষক, ক্রীড়াসহ বিভিন্ন তথ্য সন্নিবেশিত করার চেষ্টা করেছি। সংযোজন করেছি জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের মোবাইল নম্বর, জেলার সকল সরকারি দপ্তরের টেলিফোন নম্বর, নৌ ও সড়ক পথের সকল রুটের যানবাহনের নাম এবং মোবাইল নম্বর ও সময়সূচী, অ্যাম্বুলেন্স, চিকিৎসা, আইনি সহায়তাসহ জাতীয় ও স্থানীয় জরুরি নম্বরসমূহ।
সম্পাদক আরো জানান, বইটি চাঁদপুর সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্যে চাকুরিপ্রার্থীদের সহায়ক হবে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাঁদপুর সম্পর্কে জ্ঞান অর্জনের জন্যে বইটি ভূমিকা রাখবে।
‘এক নজরে চাঁদপুর’ বইটির প্রচ্ছদ করেছেন ইউনুছ নাজিম। প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স। পৃষ্ঠা ১৪৪, মুদ্রিত মূল্য ২০০ টাকা। চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় সংলগ্ন আননূর গ্রাফিক্সে ২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে। এছাড়া ০১৮১৮৮৭০৮১১ নম্বরে যোগাযোগ করে বইটি সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, এইচএম জাকিরের জন্ম ১৯৮৪ সালের ১১ অক্টোবর, চাঁদপুর সদরের লোধেরগাঁও গ্রামে। তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগে অনার্সসহ প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাঁদপুর সদর উপজেলায় কর্মরত আছেন। ২০১৭ সালে দৈনিক চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরাম আয়োজিত ছড়া প্রতিযোগিতায় নির্বাচিত লেখক, ২০১৯ সালে ফিচার বিভাগে নির্বাচিত লেখক ও ২০২২ সালে দৈনিক আদি বাংলা আয়োজিত ফাগুনের ভালোবাসা সংখ্যায় নির্বাচিত লেখক হিসেবে পুরস্কার লাভ করেন। এছাড়া সাংগঠনিক কর্মকাণ্ডের জন্যে তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ‘এক নজরে চাঁদপুর’ তার দ্বিতীয় গ্রন্থ।