শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০

মতলবে জনতা ব্যাংক থেকে ৫ লক্ষাধিক টাকা নিয়ে প্রতারক চক্র উধাও
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অবস্থিত জনতা ব্যাংক শাখায় প্রতারণা করে ৫ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছে একটি প্রতারক চক্র। ৪ এপ্রিল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার ১১টার দিকে সুজাতপুর জনতা ব্যাংক শাখায় গ্রাহক বেশি ছিলো। ভিড়ের সুযোগ নিয়ে প্রতারক চক্রের ৬ সদস্য গ্রাহক লাইনে দাঁড়িয়ে বিদেশ থেকে টাকা এসেছে বলে দাবি করে। এভাবে ৬ জনের মধ্যে ৫ জনকে টাকা দেয় ব্যাংক কর্মকর্তারা। প্রত্যেকের টাকার পরিমাণ ছিল প্রায় ১ লাখ টাকা। ৬ নম্বর ব্যক্তিকে টাকা দিতে গিয়ে তাদের সন্দেহ হয়। এ ঘটনার পর ব্যাংকের সকল কর্মকর্তা একত্রিত হয়ে হিসেব করতে গেলে হিসেবে গড়মিল ধরা পড়ে। পরে ব্যাংকের কর্মকর্তারা নিজেদের থেকে ঘাটতি পূরণ করে হিসেব পরিপূর্ণ করেন।

এ বিষয়ে সুজাতপুর জনতা ব্যাংক শাখার ম্যানেজার বলেন, আসলে আমাদের অসাবধানতায় এমন ঘটনা ঘটেছে। আমরা কর্মকর্তারা মিলে এ ঘাটতি পূরণ করেছি। এ বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি করতে চাই না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়