প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির পক্ষ থেকে সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের নেতৃত্বে দাতা সদস্য আলহাজ¦ মোঃ আবদুল মান্নান, বিদ্যোৎসাহী সদস্য স্বপন কুমার পাল, মোঃ আবুল হাসেম, হিতৈষী সদস্য মোহাম্মদ এনায়েত করিম, অভিভাবক সদস্য মোঃ মজিবুর রহমান তালুকদার, মোহাম্মদ শামছুজ্জামান, শুকু মিয়া, শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমান, শিক্ষক প্রতিনিধি প্রদীপ কুমার দাস এ সময় উপস্থিত ছিলেন।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের একটি উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও অধিক হারে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করার বর্তমান ধারাটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।