প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুরের মাঠে মাঠে আলু তোলার ধুম পড়েছে। কৃষকদের অবসর নেই। কেউ কেউ নিজে আলু তুলছেন, কেউ কেউ শ্রমিক দিয়ে আলু তুলছেন। আবার কেউ কেউ আলুর বস্তা মাঠ থেকে মূল সড়কের পাশে নিয়ে রাখছেন। যাতে সহজে পিকআপে করে আলু কোল্ড স্টোরেজে নেয়া যায়। হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের আলুর ক্ষেতে কয়েকশ’ নারী-পুরুষ আলু তোলা ও পরিবহনের কাজে যুক্ত আছেন।
চাঁদপুর সদরের অন্যান্য স্থানে এবং মতলব দক্ষিণ ও মতলব উত্তরসহ জেলার অনেক জায়গায় আলুর আবাদ হয়ে থাকে। চাঁদপুরে আলু উৎপাদন ভালো হওয়ায় এখানে আলু সংরক্ষণের জন্য রয়েছে একাধিক কোল্ড স্টোরেজ। বৃষ্টির শঙ্কা কাটিয়ে এ বছর চাঁদপুর জেলায় ৭ হাজার ১৪১ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। কৃষকরা জানিয়েছেন, এবার ভালো ফলন পেয়েছেন তারা। লাল ও সাদা দুই জাতের আলু এবার এখানে রোপণ হয়েছে। ছবিতে কৃষকের উৎপাদিত আলু জমিতে সারি সারি বস্তা করে রাখা। পাশে আলু তুলতে ব্যস্ত দুই কৃষক। ছবিগুলো চাঁদপুর-হাইমচর সীমানাঘেঁষা বাংলাবাজার ও নয়ানী এলাকা থেকে তোলা। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।