শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০০:০০

১১৫ অসহায় রোগীর মধ্যে ৬১ লাখ টাকার চেক বিতরণ

১১৫ অসহায় রোগীর মধ্যে ৬১ লাখ টাকার চেক বিতরণ
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুর জেলায় ১১৫ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগী এবং ৪৮ জন গরীব, দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে সর্বমোট ৬১ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩ এপ্রিল রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবার যৌথ উদ্যোগে এই চেক বিতরণ করা হয়।

চাঁদপুর সমাজসেবা কার্যালয় থেকে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ১১৫ জনকে জনপ্রতি ৫০ হাজার টাকা হারে চিকিৎসা সহায়তা বাবদ সর্বমোট ৫৭ লাখ ৫০ হাজার টাকা এবং ৪৮ জন গরীব, দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ঢাকা হতে প্রাপ্ত ৩ লাখ ৫ হাজার টাকাসহ সর্বমোট ৬১ লাখ ৫ হাজার টাকা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চেকস্বরূপ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বাংলাদেশের সংবিধানের যে ৬টি মৌলিক চাহিদার কথা বলা হয়েছে, বর্তমান সরকার প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিয়ে তা পূরণ করছেন। বাস্তুহারাদের ঘর নির্মাণ, অসহায় রোগীদের চিকিৎসা প্রদান এর মধ্যে অন্যতম। জেলা প্রশাসক মহোদয় সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, পিপিএম এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, সরকারি শিশু পরিবার চাঁদপুরের তত্ত্বাবধায়ক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

পরে জেলা প্রশাসক ১৬৫ জন রোগীর হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সর্বমোট ৬১ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন। চেক প্রাপ্তগণের মধ্যে ৭০ জন ক্যান্সার, ৪ জন কিডনী, ৪ জন লিভার সিরোসিস, ৫ জন স্ট্রোকে প্যারালাইজড, ৭ জন জন্মগত হৃদরোগ ও ২৫ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী। অন্যরা বিভিন্ন রোগে আক্রান্ত।

উল্লেখ্য, সমাজসেবা অধিদফতরের অন্যান্য সকল সেবার মতো এ সেবাগুলোও বিনামূল্যে। সুতরাং কোনো দালাল, প্রতারক বা অন্য কাউকে চেক প্রাপ্তির বিষয়ে কোনো প্রকার টাকাণ্ডপয়সা লেনদেন না করার জন্যে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়