প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুরের শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।
জেলা প্রশাসক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, কন্যা সন্তান সঠিকভাবে শিক্ষিত হলে তা পরিবারের জন্যে কল্যাণ বয়ে আনবে। শিক্ষিত কন্যা সন্তান কারো বোঝা হয়ে থাকে না, সেজন্যে যার কন্যাসন্তান তাকেই দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নমূলক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের নেতৃত্ব দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। তিনি বলেন, এখন আর মেয়েরা ঘরে বসে থাকে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মা-বোনের জাতি। তোমরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হও। তোমাদের মনে রাখতে হবে, দেশের প্রধানমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী চাঁদপুরের কন্যা, চাঁদপুরের জেলা প্রশাসক নারী। দেশে ৯ জন নারী জেলা প্রশাসক ও ৭ জন নারী পুলিশ সুপার রয়েছেন, তোমরা তাদের অনুসরণ করো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত। স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী, সিনিয়র শিক্ষক মোঃ মোজাহিদুল ইসলাম, মাসুদুর রহমান, আবুল কাশেম মোহাম্মদ আসাদ উল্লা ও সহকারী শিক্ষক আসমা আক্তার।