শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ০০:০০

অভিভাকরা সন্তানদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে
বাদল মজুমদার ॥

‘সুস্থ দেহে, সুন্দর মন’-এই প্রতিপাদ্যকে ধারণ করে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ এপ্রিল শনিবার বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মহামারী করোনার কারণে দুই বছর পর শিক্ষার্থীরা বিদ্যালয়ে একত্রিত হয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আমি তাদের সুস্বাস্থ্য কামনা করছি। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের সন্তানদের যেভাবে শিক্ষা দিবো, আমাদের সন্তানরা সেভাবেই শিক্ষা অর্জন করবে। তাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যায়কারীকে ঘৃণা করতে হবে, ন্যায়ের পথে চলতে হবে। অন্যায় পথে উপার্জন না করে, ন্যায়ের পথে উপার্জন করলে তোমাদের চলার পথ পরবর্তীতে ফলপ্রসূ হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানি কর, চাঁদপুর টেকনিক্যাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটওয়ারী, বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা মায়া মজুমদার ও জহির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস আরা। সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আতিকুর রহমান মজুমদারসহ আরো ক’জন।

অনুষ্ঠানে আকর্ষণীয় কুচকাওয়াজ সবাইকে মুগ্ধ করে। সবশেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে যৌথভাবে প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়