প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০
সবাই যখন ঘুমের ঘোরে বিভোর, ঠিক এমন মুহূর্তে ফরিদগঞ্জ উপজেলার লাউতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকানঘর পুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ফরিদগঞ্জ উপজেলার ডাক্তার আবদুর রশিদ ডিগ্রি কলেজের পাশে থাকা আধাপাকা ৮টি দোকানের মধ্যে প্রথমে কামাল স্টোরে আগুন লাগে। এ আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুনে দোকানগুলো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সকল দোকানপাট বন্ধ ছিলো। ডাক-চিৎকার শুনে এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ^বর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর ও চাঁদপুর জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অগ্নিনির্বাপক গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু দূরত্বের কারণে যথাসময়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর আগেই ৮টি দোকানের মালামালসহ সব পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন।
এলাকার ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহাম্মেদ জানান, অগ্নিকাণ্ডে লাউতলী এলাকায় ৮টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।