শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০

আজ নানুপুরে চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলন ও নির্বাচন
মিজানুর রহমান ॥

আজ ২ এপ্রিল শনিবার চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও স্কুল ভবনে অনুষ্ঠিত হবে। চাঁদপুর শহরের বিপণীবাগ পার্টি সেন্টারে সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রশাসনিক অনুমতি না পাওয়ায় স্থান পরিবর্তন করা হয়েছে।

জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন করার জন্য গত ২৭ মার্চ বিপণীবাগ পার্টি সেন্টার মিলনায়তন ব্যবহারের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করা হয়। কিন্তু জেলা প্রশাসন উক্ত জায়গার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করার কারণে জেলা বিএনপি জরুরি ভিত্তিতে ৩১ মার্চ পুনরায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও স্কুল ব্যবহারের অনুমতি প্রার্থনা করে। জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে অবশেষে নানুপুরে বিএনপির প্রত্যাশিত এই সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ ২ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেশন। পরে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনারগণ। সম্মেলন উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন। প্রধান বক্তা থাকবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। আর সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ বিশেষ অতিথি থাকছেন।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় আরো অনেকে এবং ২০১৮ সালে দলের ধানের শীষের নির্বাচন করা প্রার্থীরা উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

দীর্ঘ বছর পর চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ায় জেলার সর্বস্তরের বিএনপি নেতাণ্ডকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। তারা আশা করছেন, আনন্দমুখর পরিবেশে অংশগ্রহণমূলক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী হয়েছেন। তাদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক পেয়েছেন ছাতা, সাবেক সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক বাই সাইকেল ও সাবেক সহ-সভাপতি এসএম কামাল উদ্দিন চৌধুরী চেয়ার প্রতীক নিয়ে মাঠে আছেন।

সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম (মাছ), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান (আনারস), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা (আম) ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী (বই) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও অ্যাডঃ রফিকুল হাসান রিপন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫১৫ জন।

এদিকে সম্মেলন বিষয়ে চাঁদপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সেলিম উল্লাহ সেলিম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের সুন্দর একটি সম্মেলন হতে যাচ্ছে। আপনারা জানেন, দীর্ঘ ১৫ বছর অক্লান্ত পরিশ্রম করে জেল-জুলুম হুলিয়া এবং নির্যাতনের মুখে দাঁড়িয়ে কোনো কিছুতেই পিছপা না হয়ে ইস্পাত কঠিন শপথের মধ্য দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি জেল খেটেছেন, অসংখ্য মামলার আসামীও হয়েছেন। আমরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও সকল সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ দলের দুর্দিনের কাণ্ডারী হিসেবে মানিক ভাইকে সভাপতি প্রার্থী মনোনীত করেছি। এছাড়া আমরা অনেকে প্রার্থী হয়েছি।

সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডঃ সেলিম আরো বলেন, আমার বিশ্বাস চাঁদপুর জেলা বিএনপিরর সুন্দর একটি সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মাধ্যমে সুন্দর একটি কমিটি হবে। সম্মেলনের প্রথম অধিবেশনে নেতৃবৃন্দ সবার সাথে সমঝোতা করে সুন্দর একটি কমিটি উপহার দিতে পারেন। যদি সবাই একমত না হয় তাহলে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্বের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়