শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে মৃত্যুর ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

স্ত্রীর দায়ের করা মামলা ও আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে মৃত্যুর ৫ মাস পর কবর থেকে আরিফ হোসেন (৩০) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। গত বৃহস্পতিবার ৩১ মার্চ সকালে ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম চরচুন্নি পাটোয়ারি বাড়ির কবরস্থানে এই লাশ উঠানো হয়। এ সময় কুমিল্লার সিআইডি পুলিশ ও চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে কুমিল্লা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইরানীর স্বামী আরিফ হোসেন মারা যান। আরিফের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ার কারণে ইরানী আক্তার বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে আদালত ইরানির আবেদন গ্রহণ করে পুনরায় পোস্টমর্টেম করার জন্যে লাশ উত্তোলনের নির্দেশ দেয়। সে মোতাবেক বৃহস্পতিবার সকালে কুমিল্লার সিআইডি পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম পিপিএম ও চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদগঞ্জ উপজেলার আরিফের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করে।

আরিফের স্ত্রীর ইরানী আক্তারের দাবি, তার স্বামীকে মেরে ফেলা হয়েছে।

এ ব্যাপারে সিআইডি পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে রিপোর্ট এলে বুঝা যাবে হত্যা না অন্য কিছু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়