প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:০০
‘ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’ স্লোগানে চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ (৩১ মার্চ-৬ এপ্রিল)-এর উদ্বোধন হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার সকালে চাঁদপুর জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ বাস্তবায়ন সম্পর্কিত জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয়ে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে র্যালিটি চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে ও হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসিফ মহীউদ্দিন, নৌবাহিনীর প্রতিনিধি লেঃ আকবর, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মালেক দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান।
বক্তারা বলেন, ইলিশ এখন শুধু দেশের সম্পদ নয়, এটা এখন বৈশি^ক সম্পদ। এই সম্পদ রক্ষার দায়িত্ব সকলের। প্রাকৃতিক বিপর্যয় থেকে আগে আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে। নদী বাঁচলেই মাছের চলাচল স্বাভাবিক হবে। সরকার অভয়াশ্রমের সময় জেলেদের চাল দিচ্ছে। জেলেরা ইলিশ সম্পদ রক্ষায় অভায়াশ্রমের সময় নদীতে মাছ ধরতে যাবেন না। জাটকা ও মা ইলিশ রক্ষায় সকলে যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।