শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:০০

আদর্শের মুজিবকে কখনোই হত্যা করা যায় না
সুজিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ব্যক্তি মুজিবকে হত্যা করা যায়, কিন্তু আদর্শের মুজিবকে কখনোই হত্যা করা যায় না। শেখ মুজিব মানেই বাঙালির মৃত্যুঞ্জয়ী চেতনা। শেখ মুজিব মানেই দেশের জনগণের প্রতি ভালোবাসা ও বাঙালির দিশা-আলোর দিশারী।

বৃহস্পতিবার ৩১ মার্চ বিকেলে রাজধানীর রায়েরবাগে (বাসস্ট্যান্ড) কদমতলী থানা মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটির আয়োজনে আলোচনা সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুজিত রায় নন্দী আরো বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ আজ একটি বিশেষ গর্বের জায়গায় দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে গভীর দেশ প্রেমে উজ্জীবিত হয়ে সকলকে দেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে আত্মনিয়োগ করতে হবে, তবেই স্বাধীনতা দিবসের আয়োজন সার্থকতা পাবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ সানজিদা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য অ্যাডঃ আসমা আক্তার কেকা, কদমতলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোবারক হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।

মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটির কদমতলী থানার সদস্য সচিব আব্দুল কাদের ভূঁইয়ার সঞ্চলনায় সভাপতিত্ব করেন মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটির কদমতলী থানা সভাপতি আওয়ামী লীগ নেতা মির্জা গালিব আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়