প্রকাশ : ৩১ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে বালু উত্তোলনকারী হিসেবে ইউপি চেয়ারম্যান সেলিম খানকে দায়ী করে তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মেঘনা নদী পাড়ের বড় স্টেশন মাদ্রাসা রোড, টিলা বাড়ি, ইব্রাহিমপুর এবং ঈশানবালায় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ভিটা-মাটিহারা অসহায় মানুষজন এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বুধবার (৩০ মার্চ) সকালে চাঁদপুর শহরের শপথ চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ডিসি অফিসের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন করেন। বালু উত্তোলন বন্ধের এবং চাঁদপুর সদর ১০নং লক্ষ্মীপুর মডেল ইউপি চেয়ারম্যান সেলিম খানের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয়।
মানববন্ধনে অংশ নেয়া আব্দুল মালেক দেওয়ান বলেন, ‘নি¤œ মানের কিছু লোকের বালু উত্তোলনের কারণে নদী ভাঙছে। এ কারণে নদী পাড়ের মানুষ দিশেহারা। তাই অবিলম্বে বালু উত্তোলনকারীর বিচার দাবি করছি।’ এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।