শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ মার্চ ২০২২, ০০:০০

আমাদের সাংবাদিক সম্মেলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, গঠনতন্ত্রের পক্ষে
গোলাম মোস্তফা ॥

আগামী ২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনের ব্যাপারে অনিয়মের অভিযোগ তুলে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীসহ পাঁচজন চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। উক্ত সম্মেলনে এসব প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী ইঞ্জিঃ মমিনুল হক।

তিনি বলেন, দীর্ঘদিন পর চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। আমরা আশা করেছিলাম জেলা বিএনপি একটি সুন্দর সম্মেলন উপহার দিবে। কিন্তু দেখলাম একজন সভাপতি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক পেশী শক্তি ও অগণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করছে। তিনি গঠনতন্ত্রের অজুহাতে কারো প্রার্থিতা বাতিল, কাউকে হুমকি-ধমকি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের ওপর সন্ত্রাসী হামলা এবং কারো কারো বাসা-বাড়িতে হামলা চালিয়ে ভীতির রাজ্য কায়েম করার চেষ্টা করছেন। অর্থাৎ তিনি জেলা বিএনপিতে তার একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। কাউন্সিলরদের প্রদত্ত ভোট কারচুপির মাধ্যমে পেশী শক্তি ব্যবহার করে ফলাফল নিজের পক্ষে নেয়ার জন্যে বারবার তফসিল পরিবর্তন করছেন।

তিনি জেলা বিএনপির সম্মেলনে গঠিত নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আমাদের সাংবাদিক সম্মেলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, গঠনতন্ত্রের পক্ষে।

তিনি বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক পেশী শক্তি ব্যবহার করে ফলাফল তার পক্ষে নিতে নির্বাচনী তফসিল পরিবর্তন করেছেন। এই সভাপতি প্রার্থীকে গঠনতন্ত্রের কোন্ ধারায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু বৈধ ঘোষণা করলেন-এর সঠিক জবাব সাংবাদিকদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার দিবেন বলে আশা করছি। যদি নির্বাচন কমিশনার আমাদের প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন, তাহলে আমরা মেনে নেবো।

তিনি আরো বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবকে চাঁদপুরের বিএনপির রাজনীতিতে যদি প্রয়োজন বলে চেয়ারপার্সনের ছাড়পত্র থাকে, তাহলে তিনি বৈধ সভাপতি প্রার্থী, অন্যথায় নয়।

আপনারা জানেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সামনে আমি ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতা-কর্মীদের ওপর ৪টি ককটেল নিক্ষেপ করা হয়। এ নির্বাচন কমিশন দিয়ে আমাদের ১৫১৫ জন কাউন্সিলরের কাক্সিক্ষত ফলাফল প্রকাশ ঘটবে না বিধায় আমরা এ নির্বাচন কমিশন মানি না।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহসহ শাহাদাত হোসেন শান্ত, এমএ লতিফ ও কাদের পলাশ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।

বিএনপির নেতা-কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী ইঞ্জিঃ মমিনুল হক, এসএম কামাল উদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মোস্তফা খান সফরী ও কাজী গোলাম মোস্তফা এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়