প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ নিশ্চিত করা এবং পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করতে চাঁদপুরের সকল ব্যবসায়ীর প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম।
তিনি চাঁদপুর চেম্বারের পক্ষ থেকে স্থানীয় সকল ব্যবসায়ীকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ করেন। চিঠিতে বলা হয়, সরকারি নির্দেশ মোতাবেক ‘পবিত্র রমজান’ মাসে বাণিজ্যিক নিয়ম-নীতি মেনে ভোক্তা সাধারণের কল্যাণে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ নিশ্চিত রাখা, কোনো প্রকার মালামাল মজুত রেখে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, স্বল্প মুনাফায় পণ্য বিক্রি করা, পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয়ে বিক্রেতা-ক্রেতাকে বিক্রিত মালের রসিদ প্রদান করা এবং দোকানের প্রকাশ্য স্থানে প্রতিদিনের বাজার দরের চার্ট (অদ্যকার বাজার দর) ঝুলিয়ে রাখার জন্যে ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিষয়টি অবগত করে চাঁদপুর চেম্বারের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার, চাঁদপুর পৌরসভার মেয়র, জেলা মার্কেটিং অফিসার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক বরাবর অনুলিপি প্রেরণ করা হয়।