শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০

বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে
জিএম আবদুল কাদির ॥

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারের উত্তর দিকে সিরাজুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৭ মার্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি, প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম হাজরার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরা, সমাজসেবক ও মুন্সিরহাট জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান হাজরা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম মিয়াজী, ছাত্রলীগ নেতা মোঃ আল-আমিন হাজরা ও শিক্ষক প্রতিনিধি নয়ন আক্তার। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সামিয়া আফরিন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়