প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ০০:০০
মাত্র ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আল-আমিন নামের এক কিশোরকে (১৭) আটক করে পুলিশ। পুলিশ সেই কিশোরকে আদালতে পাঠালে আদালত তাকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠায়। গত ২৩ মার্চ ধর্ষণের ঘটনাটি ঘটে হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামে। অভিযোগের পরই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে কিশোর মোঃ আল-আমিনকে বিবাদী করে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষক কিশোর একই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত রোববার শিশুটি ধর্ষণের বিষয়টি তার বাবা-মাকে জানায়। এরপর স্থানীয়ভাবে হাজীগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পেরে এবং শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কিশোর মোঃ আল-আমিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ওই কিশোর ভুল স্বীকার করে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধানাগারে পাঠানো হয়েছে।