প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার সাহাবাজকান্দি নামক স্থানে গরুবাহী টমটম নিয়ন্ত্রণ হারিয়ে সেচ ক্যানেলে উল্টে পড়ে গেছে। সোমবার সকাল ৯টার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চলতি অবস্থায় হঠাৎ করে গরুবাহী টমটমটি ক্যানেলে পড়ে যায়। টমটমের তলে পড়ে গেলে ৪টি গরু পানিতে ডুবে মারা যায়। তবে ৫টি গরু বাঁচানো গেছে।
টমটম চালক আঃ জব্বার বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে সামনের চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এর মধ্যেই গাড়িটি ক্যানেলে পড়ে যায়। কোনো মানুষ হতাহত হয়নি।
গরুর মালিক নীল চান জানান, আজকে সফরমালী গরুর হাট। ওই হাটে ৯টি গরু নিয়ে রওনা হয়েছিলাম। হঠাৎ দুর্ঘটনায় ৪টি গরু মারা গেল। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।