শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ০০:০০

দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে
জিএম আবদুল কাদির ॥

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলাধীন মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৭ মার্চ সকাল ১০টায় মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল রনির সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রিয়াদুল আলম রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মহন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপকল্প বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বিদ্যালয়ের যে সমস্যাগুলোর কথা তুলে ধরা হয়েছে, তা আমার সাধ্যমত বাস্তবায়ন করার জন্যে চেষ্টা করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল আমিন রুহুল ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, চাঁদপুর সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, ছাত্রলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরা, ম্যানোজিং কমিটির সদস্য মোঃ মাসুদ রানা, উম্মে হানি কণা ও মরিয়ম আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত উল্লাহ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোঃ সজিব। অনুষ্ঠান শেষে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়