শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ০০:০০

গামছা তুলতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেলো খই বিক্রেতার
কামরুজ্জামান টুটুল ॥

সড়কে পড়ে যাওয়া গামছা তুলতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেলো এক খই বিক্রেতার। ঘটনার পর পর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকাল পৌনে ১১টার দিকে ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের খাটরা বিলওয়াই নামক স্থানে। নিহত মোজাম্মেল (৫৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বাংলা বাজার এলাকার সর্দার বাড়ির মৃত ইউনুস সর্দারের ছেলে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি চালিত অটোরিকশা চালক তাজুল ইসলাম জানান, মোজাম্মেল হোসেন হাজীগঞ্জ বাজারের চৌরাস্তা বিশ^রোড এলাকা থেকে বলাখাল যাবে বলে তার সিএনজি চালিত অটোরিকশায় উঠে। পথিমধ্যে খাটরা বিলওয়াই এলাকায় গেলে মোজাম্মেলের সাথে থাকা গামছাটি পড়ে যায়। এ সময় এ গামছা তুলতে চালক তাজুল ইসলাম তার অটোরিকশাটি সড়কের পাশে রাখেন। মোজাম্মেল সড়কের ওপর পড়ে যাওয়া গামছাটি তুলতে গেলে পিছন দিক থেকে আসা ইটবহনকারী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে বলাখালের দিকে দ্রুত পালিয়ে যায়। ট্রাক চাপার কারণে মোজাম্মেল ঘটনাস্থলেই মারা যান।

তাজুল ইসলাম আরো জানান, তার সাথে থাকা জিনিসপত্র দেখে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি পেশায় হকার তথা খই বিক্রেতা।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপরিদর্শক মোঃ ইউনুছ জানান, নিহতের সাথে থাকা মোবাইলের সিম থেকে নাম্বার নিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি পেশায় খই বিক্রেতা ছিলেন। তার পরিবার সোনারগাঁও থেকে রওনা দিয়েছে। এ দিকে ঘাতক ট্রাককে শনাক্তের কাজ চলছে।

অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ চাঁদপুর কণ্ঠকে জানান, নিহতের পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারকে খবর দেয়া হয়েছে। ঘাতক ট্রাককে শনাক্তকরণের কাজ চলছ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়