প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ০০:০০
উন্নত ও সমৃদ্ধ দেশগঠনের দৃপ্ত শপথের মধ্য দিয়ে উদ্যাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ সংলগ্ন স্থানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। তারপর ‘অঙ্গীকারে’ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাগণ, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, নৌ পুলিশ, পিবিআই, সিআইডি পুলিশ, রেলওয়ে থানা পুলিশ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারীর নেতৃত্বে জেলা পরিষদ, অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের নেতৃত্বে চাঁদপুর পৌরসভা, চাঁদপুর প্রেসক্লাব, সিভিল সার্জন চাঁদপুর, জেলা কারাগার, আনসার ও ভিডিপি চাঁদপুর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুর, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন চাঁদপুর সদর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, সাহিত্য একাডেমী চাঁদপুর, জেলা শিল্পকলা একাডেমী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, চাঁদপুর জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিট, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজির নেতৃত্বে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন, গণফোরাম, জাকের পার্টি, সাম্যবাদী দল, উদীচী ও বাম গণতান্ত্রিক ফ্রন্ট। এছাড়া পুষ্পস্তবক অর্পণ করে গণপূর্ত বিভাগ চাঁদপুর, এলজিইডি চাঁদপুর, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর চাঁদপুর, জেলা সমবায় কার্যালয় চাঁদপুর, স্বাচিপ চাঁদপুর, বিএমএ চাঁদপুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর, সদর থানা মহিলা আওয়ামী লীগ, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চাঁদপুর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী চাঁদপুর, সরকারি আইন কর্মকর্তা চাঁদপুর, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস।
এছাড়াও সরকারি অন্যান্য দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত কুচকাওয়াজের পূর্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় তিনি স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরীকে নিয়ে মঞ্চে উঠেন। এরপর তিনি জেলাবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলের সালাম গ্রহণ করেন ও ডিসপ্লে উপভোগ করেন। বিজয়ী দল ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণের পূর্বে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধান অতিথির বক্তব্যে মহান স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মহান স্বাধীনতা সংগ্রামে চাঁদপুরবাসীর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে চাঁদপুরের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, কিন্তু দেশীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে ষড়যন্ত্রকারীরা সপরিবারে তাঁকে হত্যা করে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চেয়েছিলো। কিন্তু দেশের মানুষের ভালোবাসায় জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। আমরা বিশে^ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছি। আসুন দেশকে এগিয়ে নিতে ও সমৃদ্ধশালী দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যাই।
পরে কুচকাওয়াজে, ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বেলা ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, সরকারি মূক ও বধির বিদ্যালয়, বাবুরহাট সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।