প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ০০:০০
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের গোগরা বেপারী বাড়িতে জুমা মসজিদের উদ্বোধন করা হয়েছে। এর আগে মসজিদটি পাঞ্জেগানা মসজিদ হিসেবে মুসল্লিরা নামাজ আদায় করতেন।
জুমার নামাজে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নেছার আহমদ। খুতবা পূর্ববর্তী আলোচনায় বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, মাওলানা নাজির আহমেদ, মাওলানা আবু তাহের ও শাহজাহান মাস্টার। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।