প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ০০:০০
মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আঃ মজিদ খলিফা (৫৫), ১২০ পিচ ইয়াবাসহ মোঃ সাদ্দাম হোসেন (৩০) এবং আরো একজনকে গ্রেপ্তার করে।
২৫ মার্চ শুক্রবার সকালে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মতলব উত্তর থানাধীন বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নিজ বসতবাড়ির উঠোন হতে ৫ কেজি গাঁজাসহ আঃ মজিদ খলিফা (৫৫)কে গ্রেপ্তার করেন।
এছাড়া একই সময় ১২০পিচ ইয়াবাসহ মতলব উত্তর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুন-অর-রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মতলব উত্তর থানাধীন বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি খলিফাপাড়া শহিদ ফকিরের দক্ষিণ ভিটার ঘরের পশ্চিম পাশের রুম থেকে ১২০ পিচ ইয়াবাসহ মোঃ সাদ্দাম হোসেন (৩০) এবং আরো একজনকে গ্রেপ্তার করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূবর্ক আদালতে প্রেরণ করা হয়েছে।