প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ০০:০০
বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কন্ট্রোলার হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বলাখাল কাজী বাড়ির মরহুম কাজী কফিল উদ্দিনের স্ত্রী ফেরদৌসি আক্তার (৫৯) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.....রাজেউন)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমা ফোরদৌসি আক্তার দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের ভাইয়ের স্ত্রী ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ বাংলা বিভাগের প্রভাষক কাজী নাসিরের মা।