প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ০০:০০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) নির্বাচনী এলাকার জনগণসহ চাঁদপুর জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি আজকের এই মহান দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা নারীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বিশেষ অগ্রগতিতে দেশ এগিয়ে যাওয়ার আনন্দে ভাস্বর হয়ে উদ্যাপিত হবে এবারের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আর এই অগ্রগতিটি হচ্ছে-বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া। তাই এবারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভিন্ন আমেজের, ভিন্ন মাত্রার। আজকের দিনে প্রত্যাশা এখানেই শেষ নয়, আমরা জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহু দূর এগিয়ে যাবো। এ প্রত্যাশায় সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হোন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।