শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ০০:০০

গাছের গুঁড়ির চাপায় কলেজ ছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥

কাটাগাছের গুঁড়ি ধরতে গিয়ে চাপা পড়ে ওয়াদুদ খান (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ২৩ মার্চ বুধবার রাত আটটার সময় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত ওয়াদুদ ঢাকা সিদ্ধেশ^রী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তিনি নানুপুর খান বাড়ির বাবুল খানের একমাত্র ছেলে।

জানা যায়, এলাকার প্রতিবেশীর একটি কাটা গাছের খ- সরাতে ওয়াদুদসহ তার সাথে থাকা বন্ধুদের ধরতে বলা হয়। সেটি ধরতে গিয়ে গাছটি গড়িয়ে তার মাথায় পড়ে। এতে তার মুখম-ল থেতলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলে থাকা লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাত ৯টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য আইনগত ব্যবস্থা নিয়েছে। এলাকার কার গাছ ধরতে গিয়ে এই কলেজছাত্রের করুণ মৃত্যু হলো হাসপাতালে আসা নিহতের স্বজনরা সে ব্যাপারে কেউ কিছু জানাতে পারেনি। ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে স্বজনরা জানায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়