শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ০০:০০

এ বিদ্যালয়ের ক্রীড়ানৈপুণ্যে আমরা অভিভূত
হাছান খান মিসু ॥

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় গভর্নিংবডির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি বলেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যালয়। এ বিদ্যালয়ের অনেক ঐতিহ্য ও সুনাম রয়েছে। ক্রীড়াঙ্গনে এ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী জাতীয় পর্যায়সহ আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতি অর্জন করেছে। আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রীড়ানৈপুণ্যে আমরা অভিভূত ও আনন্দিত। এ মাঠের উন্নয়নে চাঁদপুর উপজেলা পরিষদ সর্বদাই পাশে থাকবে। এছাড়াও এ বিদ্যালয়ের মাঠ নিয়ে যে জটিলতা রয়েছে অচিরেই তার সমাধান হবে।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপ্রধানে এবং সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস ও সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, বিদ্যালয় প্রাক্তন সিনিয়র শিক্ষক ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদ উল্লাহ খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম খান, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, প্রভাষক ও ক্রীড়া কমিটির আহ্বায়ক মোঃ মামুনুর রহমান, প্রভাষক মোঃ হুমায়ুন কবির, রোটাঃ মোঃ জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, আওয়ামী লীগ নেতা সুকমল কর রামু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ হযরত আলী খান, মোঃ মাহবুবুর রহমান জুয়েল, মোঃ আক্তার হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোঃ জাহিদ হাসান ও গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মেঘশ্রী সরকার প্রাপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়