প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ০০:০০
জেলা প্রশাসন কর্তৃক স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা শেষ হয়েছে। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপনের দিন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এই মেলার উদ্বোধন করেন। ২৩ মার্চ বুধবার বিকেলে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, এনএসআই উপ-পরিচালক শাহ আরমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াকুব মাস্টার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ছড়াকার-লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘ সময় করোনার কারণে সবকিছু বন্ধ থাকায় এ ধরনের মেলার আয়োজনে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগের যে উন্নয়ন হয়েছে সেগুলো এই মেলায় তুলে ধরা হয়েছে। যেমন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য বিভাগ, জেলা প্রশাসনের নিজস্ব স্টল, শিক্ষা প্রকৌশল বিভাগ, সড়ক ও জনপথ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, প্রবাসী কল্যাণ ও জনশক্তি ব্যুরো। ডায়াবেটিক হাসপাতাল, চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগসহ বিভিন্ন ফ্যাশান হাউজ, বিভিন্ন খাবারের দোকান, হস্তশিল্প ও কারুপণ্যের স্টল ও ছিলো মেলায়। এ মেলা থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদান করা হয়।