প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর শহর এলাকা থেকে ১৫ কার্টুন পশু-পাখির ভেজাল ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২৩ মার্চ বেলা ২টা ৩৫ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা চাঁদপুরে কর্মরত এসআই (নিরস্ত্র) মাজহারুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ বড় স্টেশন-পাল বাজার সড়কের মাছ ঘাট সংলগ্ন মেহরাব স্টোরের পশ্চিম পাশ হতে ভেজাল ঔষধ ব্যবসায়ী মোঃ জুয়েল ছৈয়াল (২৫) (পিতা-মোঃ লোকমান ছৈয়াল) ও মোঃ হেলাল মাল (৪৫) (পিতা-মৃত জালাল মাল, উভয় সাং-বড়স্টেশন, ৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা- জেলা চাঁদপুর)দ্বয়কে ১৫ কার্টুন প্রাণীর ভেজাল ঔষধ (২৪০৯৬টি ড্রপ)সহ গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।